ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ভাষাশহীদদের প্রতি নুরুল হুদা কমিশনের ফুলেল শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভাষাশহীদদের প্রতি নুরুল হুদা কমিশনের ফুলেল শ্রদ্ধা  শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সিইসি ও ইসিরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নতুন চার ইসিকে সঙ্গে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিইসি।

শ্রদ্ধা নিবেদন শেষে কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা।

সুতরাং আমরা গণতন্ত্র বলি বা এর মূল্যবোধ বলি, এর মূলে রয়েছে একুশের চেতনা।  

তিনি বলেন, একুশের উৎসাহ, উদ্দীপনা, ব্যথা, বেদনা সবকিছু নিয়ে জাতি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে এই চেতনাগুলো যারা কাজে লাগাবে বা এরই মধ্যে যারা এর সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদের সাধুবাদ জানাই।

এসময় নির্বাচন কমিশন সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমএইচকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।