ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বিছানাকান্দিতে টাস্কফোর্সের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিছানাকান্দিতে টাস্কফোর্সের অভিযান বিছানাকান্দিতে টাস্কফোর্সের অভিযান/ফাইল ছবি

সিলেট: কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ট্র্যাজেডি এবং সিলেটের বিছানাকান্দিতে পাথর উত্তোলন করতে গিয়ে তিন শ্রমিক নিহত হওয়ার পর টনক নড়লো প্রশাসনের। এতোদিন অবাধে পাথর উত্তোলন অব্যাহত থাকলে অ্যাকশনে যায়নি স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে ঝুঁকিপূর্ণ কোয়ারিতে পাথরে উত্তোলনে নামিয়ে তিন শ্রমিক হত্যার ঘটনার পর যথারীতি প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পাথর উত্তোলন বন্ধে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযানে নেমেছে টাস্কফোর্স।

বেলা ১টা পর্যন্ত অভিযানে ৩টি শ্যালো মেশিন ধ্বংস করেছে অভিযানিক দল। অভিযানিক দলের নেতৃত্বে থাকা গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযানকালে কোয়ারিতে কোনো লোকজন পাওয়া যায়নি। তবে তিনটি শ্যালো মেশিন পাওয়া যায়। সেগুলো তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে।

বিকেল পর্যন্ত অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।