ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, ফেব্রুয়ারি ১১, ২০১৭
মুন্সীগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে লাকু সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজীব (২২) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে। লাকু উত্তর বালাশুর গ্রামের নতুন বাজার এলাকার মো. জয়নাল সরকারের ছেলে।

আহত রাজীব একই গ্রামের ইউনুসের ছেলে।

স্থানীয়রা জানান, বালাশুর গ্রামের মো. ইউনুসের বাড়িতে লাকু চুরি করতে গেলে রাজীব তাকে দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করে। এসময় লাকু রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রাজীবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লাকুকে আটক গণপিটুনি দেয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। অপরদিকে আহত রাজীবকে ষোলঘড় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহটি শ্রীনগর থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।