ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পাথর কোয়ারিতে নিহতের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, ফেব্রুয়ারি ১১, ২০১৭
পাথর কোয়ারিতে নিহতের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার ২ সিলেট পাথর কোয়ারি, ফাইল ফটো

সিলেট: সিলেটে ঝ‍ুঁকিপূর্ণ কোয়ারিতে পাথর উত্তোলনের কাজে লাগিয়ে তিন শ্রমিক হত্যা ও লাশ গুম চেষ্টার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়াইনঘাট থানা পুলিশ বাদি হয়ে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

আসামিরা হলেন- পাথর ব্যবসায়ী বিছানাকান্দির বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া ও লক্ষ্মীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের মধ্যে জাহিদ মিয়া ও রাজু মিয়া ওরফে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় বিছনাকান্দি কুলুমছড়া পাথর কোয়ারিতে ঝুকিঁপূর্ণ গর্তে পাথর উত্তোলনকালে মাটিচা পড়ে তিন শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন- সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন (২০) ও তোলা মিয়া (২৫), নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকার পরিমল (৩২)। কিন্তু কোয়ারি মালিক রাতেই গুম করার উদ্দেশ্যে মরদেহ সরিয়ে ফেলেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে তাদের মরদেহ উদ্ধারের পর স্ব স্ব জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার নিহত শ্রমিকদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

**এবার বিছানাকান্দি পাথর কোয়ারিতে ৩ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।