ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

রৌমারী সীমান্তে ফের হাতির তাণ্ডব

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রৌমারী সীমান্তে ফের হাতির তাণ্ডব হাতিরপালের তাণ্ডব

রৌমারী ( কুড়িগ্রাম): রৌমারী সীমান্তে এখনো চলছে ভারত থেকো নেমে আসা হাতির পালের তাণ্ডব। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১/১০৭২ এর কাছে দক্ষিণ আলগারচর এলাকা দিয়ে হাতিগুলো বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে।

বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের খেওয়ারচর ফাঁড়ির ফাঁড়ি কমান্ডার মহর আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা বাংলানিউজকে জানান, প্রতি রাতে হাতির পালটি দেশের অভ্যন্তরে ঢুকে সারারাত তাণ্ডব চালায়।

পরদিনের ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আবার হাতিরপালটি ফিরে যায়।
 
হাতির তাণ্ডবদিন যতোই যাচ্ছে আরও বেপরোয়া হয়ে উঠছে হাতির পালটি। প্রতিদিন দল ভারি করে খাবার খোঁজে সীমান্ত এলাকা ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে সারারাত জেগে সময় কাটাচ্ছেন। হাতি তাড়াতে কোনো ব্যবস্থাই যেন কাজে আসছে না।
৬ ফেব্রুয়ারি রাত থেকে প্রতিদিন হাতির পালটি আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগারচর এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৭ এর কাছে ঐতিহাসিক বড়াইবাড়ি এলাকা পর্যন্ত ব্যাপক তাণ্ডব চালিয়েছে হাতির পালটি। নষ্ট করেছে ফসলি জমি, ভাঙচুর করেছে ঘরবাড়ি, উপড়ে ফেলেছে শ্যালো মেশিনের পাইপ, নষ্ট করেছে সেচযন্ত্র।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।