ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

লালপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, ফেব্রুয়ারি ১০, ২০১৭
লালপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নাটোর: নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রাম থেকে রাজিব হোসেন (২৮) নামে যৌতুক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত রাজিব হোসেন উপজেলার আড়বাব গ্রামের খোশবার আলীর ছেলে।

লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, ২০১৬ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক আইনের মামলায় রাজশাহীর একটি আদালত রাজিব হোসেনকে এক বছর ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

তিনি আরো জানান, রায় ঘোষণার সময় রাজিব হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে রাত ১১টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।