ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়া ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ২ বখাটে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আশুলিয়া ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ২ বখাটে আটক

আশুলিয়া, সাভার: আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন-গোহাইলবাড়ি এলাকার গোয়ীন্দা মণ্ডলের ছেলে রঞ্জিত মণ্ডল (২০) ও রাঙ্গামাটি এলাকার জয়নাল সিকদারের ছেলে সম্রাট বাবু (২০)।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দশম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়েকে দুই বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে ওই দুই বখাটের নাম উল্লেখ করে বিষয়টি লিখিতভাবে থানায় অবহতি করা হয়। পরে পুলিশ তাদের আটক করে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।