ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে খুলনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ইজিবাইকে ওড়না পেঁচিয়ে খুলনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

খুলনা: ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে খুলনার আদ্ব-দ্বীন মেডিকেল কলেজের নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা খাতুন (২০) মারা গেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরীর বয়রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা খুলনার ডুমুরিয়া উপজেলার শিবপুর গ্রামের জিহাদ গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, ফাতেমা ইজিবাইকে সোনাডাঙ্গা থেকে বয়রার উদ্দেশে যাচ্ছিলেন।

পথে তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সোহেল বলেন, ফাতেমার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।