ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহারণ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

হবিগঞ্জ: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহারণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, এ দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে শ্রী শ্রী শচী অঙ্গন ধামে আয়োজিত চার দিনব্যাপী ৩৬তম বার্ষিক মহোউৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নিখিল ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক (ডিসি) সাবিনা আলম ও পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।