ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, ফেব্রুয়ারি ৯, ২০১৭
শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় তাজনুর রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজনুর উপজেলার খরনা খুলুপাড়ার দিনমজুর আব্দুস সোবহানের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, তাজনুর স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। বেলা দেড়টার দিকে তিনি মহাসড়কের পাশ দিকে হেঁটে পাশের একটি দোকানে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১৯৩৪) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এমবিএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।