ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

পাচারকালে সিলেটে ১১ বস্তা রসুন জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, ফেব্রুয়ারি ৯, ২০১৭
পাচারকালে সিলেটে ১১ বস্তা রসুন জব্দ, আটক ১ পাচারের মালামালসহ পিকআপ চালক লিটন মিয়াকে আটক করা হয়

সিলেট: ভারতে পাচারকালে সিলেট সীমান্ত থেকে ১১ বস্তা রসুন এবং বিপুল পরিমাণ অন্যান্য সামগ্রী জব্দ করেছে বিজিবি সদস্যরা। পাচারের মালামালসহ পিকআপ চালক লিটন মিয়াকে (৩৪) আটক করা হয়েছে, তবে জড়িত অন্যদের পাওয়া যায়নি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অন্তর্গত বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির জোয়ানরা বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া এলাকায় অভিযান চালায়।

বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ১১ বস্তা রসুন, একটি সাইকেল, একটি ব্রিফকেস, টিনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪৪ হাজার ৫৮০ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করে আসামি ও মালামাল গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।