ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

কমলনগরে ৩ জুয়াড়ির জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, ফেব্রুয়ারি ৯, ২০১৭
কমলনগরে ৩ জুয়াড়ির জরিমানা কমলনগরে ৩ জুয়াড়ির জরিমানা-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে তিন জুয়াড়িকে ৫শ’ টাকা করে এক হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-উপজেলার চর কাদিরা গ্রামের আবু কালামের ছেলে মো. মানিক (১৯), একই এলাকার নুরুল ইসলামের ছেলে হারুন (২২) ও চিত্ত রঞ্জন দাসের ছেলে গোপাল চন্দ্র দাস (১৮)।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া বাংলানিউজকে জানান, দুপুরে চর কাদিরা এলাকায় জুয়া খেলার সময় ওই তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।