ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, ফেব্রুয়ারি ৯, ২০১৭
পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ

ফেনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী পুলিশ লাইনে জেলা পুলিশের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল উদ্দিন বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে পুলিশ বাহিনী অনেক আধুনিক।

সরকার চায় সেসব দেশের আদলে আমাদের দেশের পুলিশ বাহিনীকেও তৈরি করে জন নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশ বাহিনীকে একটি দক্ষ ও চৌকস বাহিনীতে রূপান্তর করতে।

এসময় সচিব ফেনীতে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন অসুবিধা ও দাবির কথা শোনেন এবং তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-ফেনীর পুলিশ সুপার রেজাউল হক। অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আমল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (সার্কেল ছাগলনাইয়া-পরশুরাম) আবুল মালেক ভূঞাঁ, সহকারী পুলিশ সুপার (সার্কেল সোনাগাজী) জুনায়েদ কাউসার, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ, পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম ফারুক, দাগনভূঞাঁ থানার ওসি আসলাম উদ্দিন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল, সোনাগাজী আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেসবাহ উদ্দিন, ছাগলনাইয়া ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত পুলিশ সদস্যরা।

এছাড়াও সভায় অতিথি ছিলেন-ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।