ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বরিশালে গাঁজাসহ যুবক আটক বরিশালে গাঁজাসহ যুবক আটক-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ জাহিদ হোসেন কামাল (৩৮) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাট‍ালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভাটিখানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদ ওই এলাকার মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

এপিবিএন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়সাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভাটিখানা বাজার এলাকায় জাহিদের বসতঘরে অভিযান চালানো হয়। এসময় তার বাসায় থাকা একটি ট্রাঙ্ক থেকে পলিথিনে পেঁচানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জাহিদ দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে বলে তাদের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন এএসআই।

এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।