ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বয়স্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না প্রামাণিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বয়স্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না প্রামাণিকের

বগুড়া: বয়স্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফের‍া হলো না ভোলা প্রামাণিকের (৭০)। মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হয়েছে তার।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভোলা প্রামাণিক উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বংগা গ্রামের বাসিন্দা।

এদিকে, পুলিশ ঘাতক বাসটিকে ধাওয়া করে মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা থেকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বাংলানিউজকে জানান, ভোলা প্রামাণিক বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে সকালে সোনালী ব্যাংক আরডিএ (বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি) শাখায় আসেন। টাকা উত্তোলন শেষে বাড়ির উদ্দেশে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী আরভি পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ্ত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমবিএইচ/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।