ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসির শেষ সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ফেব্রুয়ারি ৫, ২০১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে ইসির শেষ সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেষ সাক্ষাৎ করেছেন ইসি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এবং দুই নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও আবু হাফিজ। এটি ছিলো প্রধানমন্ত্রীর সঙ্গে এই নির্বাচন কমিশনের শেষ আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে সবশেষ পরিস্থিতি ব্রিফ করেন তারা। এছাড়াও গত পাঁচবছরে কমিশনের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে এসময় আলোচনা হয় বলে জানিয়েছের নির্বাচন কমিশন সূত্র।

 

আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনাররা বিকেল সাড়ে তিনটায় দেখা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) শেষ হবে এই নির্বাচন কমিশনের মেয়াদ। ওই রাতেই সিইসি ও অপর কমিশনারদের বিদায় সংবর্ধনা জানাবে ইসি সচিবালয়।

বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
ইইউডি/এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।