ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সুরঞ্জিত সেনগুপ্ত অকুতভয় দৃঢ়চেতা নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুরঞ্জিত সেনগুপ্ত অকুতভয় দৃঢ়চেতা নেতা

জাতীয় সংসদ ভবন থেকে: সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে অকুতভয় দৃঢ়চেতা নেতা আখ্যায়িত করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত যেটা বিশ্বাস করতেন, সেখান থেকে তাকে সরানো কষ্ট ছিলো।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আমার পরিচয় ১৯৭০ সালে।

তখন সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে বঙ্গবন্ধুর বিরোধীতা করতেন তিনি। মাঝে মাঝে তার বক্তৃতায় আমার মেজাজ খারাপ হতো। একদিন বক্তৃতা শেষে তার হাত ধরে বললাম ‘এত চিল্লান কেন’? উনি সঙ্গে সঙ্গে বললেন, ‘চলো বঙ্গবন্ধু কোথায়, বঙ্গবন্ধুর কাছে যাবো’। তাখন আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেলো। আমি যে মেজাজ নিয়ে আসছিলাম সেটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে তার প্রতি আমার আগ্রহ বেড়ে গেলো।

শিল্পমন্ত্রী বলেন, তারপর থেকে আমি তার বিভিন্ন বক্তৃতা শুনতাম। আমি বিভিন্ন সময় তার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতাম। আমরা জানি, উনি সংবিধান প্রণয়নের সময় স্বাক্ষর করেননি। জাতীয় চার নীতির বিষয়ে কখনও তিনি আপোষ করতেন না।

সংবিধান সংশোধন কমিটি’র কো-চেয়ারম্যান ছিলেন তিনি। সংবিধান সংশোধন করার সময়ও স্বক্ষর করবেন কি করবেন না তা নিয়ে দ্বিধায় ছিলেন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাক- এটা তিনি চাইতেন না। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

** সুরঞ্জিতের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।