ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

টুঙ্গীপাড়ায় ডেইরি ফার্মের আড়ালে ভেজাল সার কারখানার সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ফেব্রুয়ারি ৫, ২০১৭
টুঙ্গীপাড়ায় ডেইরি ফার্মের আড়ালে ভেজাল সার কারখানার সন্ধান ভেজাল সার কারখানার সন্ধান-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ডেইরি ফার্মের অন্তরালে ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। টিএসপি সার তৈরির ওই কারখানাটি সিলগালা করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মালিকপক্ষের লোকজন কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

টুঙ্গীপাড়ার লেবুতলা গ্রামের মো. ফজলুল হক খন্দকারের একটি বাসা ভাড়া নিয়ে ফার্মনেস্ট অ্যান্ড মিল্ক প্রডাকটস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ঢাকার মো. সাইদুর রহমান খান ও নারায়ণগঞ্জের ইমাম হোসেন ব্যবসা শুরু করেন।

ওই ব্যবসায়ীরা কারখানায় ভেজাল টিএসপি সার উৎপাদন করে তা বাজারে বিক্রি করছেন এমন খবর পায় প্রশাসন। এরই প্রেক্ষিতে রোববার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

ভেজাল সার কারখানার সন্ধান-ছবি: বাংলানিউজপ্রাথমিক তদন্তে ওই কারখানায় উৎপাদিত টিএসপি সার নকল বলে প্রতিয়মান হয়েছে এমনটি বলেছেন কৃষি কর্মকর্তারা। কর্তৃপক্ষ কারখানটি সিলগালা করে দিয়েছে এবং সেখান থেকে ২ হাজার ৫শ’ বস্তা চুন (ডলোমাইট পাউডার), হাফ প্রসেস পদার্থ ৫শ’ বস্তা, তরল পদার্থ ৪শ’ ড্রাম, মাটি জাতীয় পদার্থ আনুমানিক ২ মেট্রিক টন জব্দ করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আমীনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামীর সঙ্গে কথা হলে তিনি জানান, এ বিষয়ে টুঙ্গীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. এইচ এম মনিরুজ্জামান সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেছেন।

এছাড়া সারের নমূনা নিয়ে আসা হয়েছে। তা পরীক্ষা করে যদি নকল প্রমাণিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।