ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজ

গাজীপুর: সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্টনিকস ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।  

বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিডিনিউজটোয়েন্টিফোর.কমের গাজীপুর প্রতিনিধি মো. আবুল হোসেন, এটিএন বাংলার গাজীপুরের স্টাফ রিপোর্টার মো. মাজহারুল ইসলাম মাসুম, ৭১ টিভির গাজীপুর প্রতিনিধি মো. ইকবাল আহম্মেদ সরকার, দেশ টিভির গাজীপুর প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সাংবাদিক মোকছেদুল আলম লিটন, এমএ ফিরোজ লাভলু, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন প্রমুখ।

 

একই দাবিতে শ্রীপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিট, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএস/এসএনএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।