ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যা মামলার ৫ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যা মামলার ৫ আসামি কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর) হাসিবুল হক এ আদেশ দেন। 

আসামিরা হলেন-শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), একই উপজেলার বারাবেরি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলমগীর, নলুয়া গ্রামের শুকুর আলীর ছেলে আরশাদ আলী, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নাজমুল ও শক্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সিং বাংলানিউজকে জানান, রোববার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আদালত আগামি ১৩ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এর আগে শনিবার মামলার অপর আসামি মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।