ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সুরঞ্জিতের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুরঞ্জিতের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

ঢাকা: বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (০৫ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় পরিকল্পনা  মন্ত্রী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন প্রবীণ পার্লামেন্টারিয়ান। দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তার বিশাল অবদান চির অম্লান হয়ে থাকবে।

তার মৃত্যুতে যে ক্ষতি আমাদের হলো, তা পূরণ করার মতো নয়।

তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমআইএস/আরআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।