ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

স্কুলছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, ফেব্রুয়ারি ৩, ২০১৭
স্কুলছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধন স্কুল ছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন/ছবি: রানা

ঢাকা: স্কুলছাত্র সাইদুর রহমান হৃদয় গাজীকে কুপিয়ে হত্যায় জড়িতদের সর্বোচ্চ বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ ভান্ড‍ারিয়াবাসী। শুক্রবার (০৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়।

মানববন্ধনে ঢাকাস্থ ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। দ্রুত বিচার আইনে হৃদয় গাজীর খুনিদের বিচারকাজ সম্পন্ন করে অবিলম্বে খুনিদের ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা।

সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরিশাল নগরীতে শহিদুর রহমান হৃদয় গাজী (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করে বখাটেরা।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শাহিনগাজীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৩১৪ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।