ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে হাওরে মিললো যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫১, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সিলেটে হাওরে মিললো যুবকের মরদেহ

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে রাসেল মিয়া (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা যুবকের মরদেহ উপজেলার দমদমা হাওরে ফেলে রেখে যায়।

রাসেল মিয়া দমদমা হাওর গ্রামের রফিক মিয়ার ছেলে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার দমদমা হাওরে মরদেহ দেখে থানায় এবং নিহতের বাড়িতে খবর দেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হন রাসেল। সকালে এলাকার লোকজনের মাধ্যমে ছেলের মরদেহ হাওরে পড়ে আছে জানতে পারেন তার স্বজনরা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রাসেলকে কে বা কারা হত্যার পর মরদেহ হাওরে ফেলে যায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধারে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।