ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

কাহালুতে কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৪, ফেব্রুয়ারি ৩, ২০১৭
কাহালুতে কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার উচারপুকুর থেকে সাগর (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোর শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের আব্দুল বাছেদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বাংলানিউজকে জানান, ওই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি নিখোঁজ হয় কিশোর সাগর। পরদিন ৩০ জানুয়ারি শাজাহানপুর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কাহালু উপজেলায় উচারপুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর তাকে (সাগর) পুকুরে ফেলে রাখা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৩, ২০১৭
এমবিএইচ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।