ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ভোলা-লক্ষ্মীপুর রুটে পারাপারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৮, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ভোলা-লক্ষ্মীপুর রুটে পারাপারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন ভোলা-লক্ষ্মীপুর রুটে পারাপারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন

ভোলা: যান্ত্রিক ত্রুটির কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে কৃষাণী নামের একটি ফেরি বিকল হয়ে পড়ায় উভয় ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোলা অংশের ইলিশা ঘাটে অর্ধশতাধিক এবং লক্ষ্মীপুর অংশের মজুচৌধুরীরহাটে আরও ৮০টি পণ্যবাহী বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

ফেরির ইনচার্জ আবু আলম বাংলানিউজকে জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটে কৃষাণী, কনকচাঁপা ও করোবী নামে তিনটি ফেরি চলাচল করে।

যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে কৃষাণী বিকল হয়ে গেছে। এতে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি মেরামতের কাজ চলছে। দ্রুতই ফেরিটি চলাচলের উপযোগী করে তোলা হবে।

এদিকে, নদীর নাব্যতা সংকটের কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের রহমতখালী পয়েন্টে স্বাভাবিক গতিতে চলতে পারছে না ফেরি। কখনো জোয়ারের ওপর নির্ভর করে ফেরি চলাচল করছে। এ সমস্যার কারণে ফেরিগুলো সারাদিনে চার ট্রিপের বেশি দিতে পারছে না। যে কারণে ঘাটে যানবাহনের লাইন বাড়ছে।

এতে ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী, পরিবহন শ্রমিক, মালিক ও চালকরা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।