ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৫, জানুয়ারি ২৫, ২০১৭
বেনাপোল সীমান্ত থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা  তিন লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ টাকা উদ্ধার করা হয়।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় বাংলানিউজকে জানান, সকালে বিজিবি সদস্যরা পুটখালী চরের মাঠে টহল দেওয়ার সময় দুই যুবককে সীমান্ত এলাকা দিয়ে সাইকেল চালিয়ে পুটখালী বাজারের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যরা ওই যুবকদের গতিরোধ করলে তারা সাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে তিন লাখ ৯০ হাজার পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এজেডএইচ/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।