মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আব্দুল সোবাহান মডেল হাই স্কুল মাঠে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদ ও ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র গোলা কবির মোল্লার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
এছাড়াও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শফিক আনোয়ার গুলশান, সজাগের পরিচালক মো. আব্দুল মতিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সাকু, পৌর কাউন্সিলর মো. শহীদুল্লাহ, পৌর কাউন্সিলর মো. সাহেব আলী, পৌর কাউন্সিলর জাকির হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুর রহমান বাবুল, সংরক্ষিত নারি আসনের কাউন্সিলর মালেকা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি