ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মুরাদনগরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, জানুয়ারি ২৩, ২০১৭
মুরাদনগরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়ন থেকে বাচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বড় পুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রায়ই বাচ্চু মিয়ার সাঙ্গে তার ছেলে বউয়ের ঝগড়া হতো। এ নিয়ে সোমবার বিকেলে গ্রাম্য সালিশ হওয়ার কথা ছিলো। কিন্তু সকালেই বাড়ির পাশের একটি গাছ থেকে গলায় দড়ি পেচাঁনো অবস্থায় বাচ্চু মিয়ার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

তবে এ ব্যাপারে বাচ্চু মিয়ার ছেলে আবুল খায়ের থানায় অপমৃত্যুর অভিযোগ করেছেন বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।