ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে রাকাব’র উদ্যোগে ঋণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, জানুয়ারি ২৩, ২০১৭
রাজশাহীতে রাকাব’র উদ্যোগে ঋণ বিতরণ রাজশাহীতে রাকাব’র উদ্যোগে ঋণ বিতরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কার্যালয়ের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।

রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) জগন্নাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (পরিচালন) মোহাম্মদ সাজাম্মুল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আওতাধীন ঝুজকাই মিয়াপুর গ্রামের ১২ জনের নারী উদ্যোক্তা গ্রুপের প্রত্যেককে ৫ শতাংশ স্বল্প সুদে গাভী পালনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকা ঋণ দেওয়া হয়।

অনুষ্ঠানের কাজী ছানাউল হক বলেন, নারী উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ নিয়ে গাভী পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

গৃহীত ঋণ কাজে লাগিয়ে নিজেদের উন্নয়ন ঘটানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।