ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাই স্কুলে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৯, জানুয়ারি ২৩, ২০১৭
কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাই স্কুলে কম্বল বিতরণ কুলাউড়ায় কম্বল বিতরণ করেন মেরিনা ইয়ামিন চৌধুরী

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাই স্কুলে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) বিশিষ্ট নারী উদোক্তা, সমাজসেবী ইস্ট কোস্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর মেরিনা ইয়ামিন চৌধুরীর নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী আমিনা খানম। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও শিক্ষক জনাব সুশীল সেন গুপ্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের নারী সদস্য নার্গিস আক্তার বুবলী, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান ও মনি বেগম।

মেরিনা ইয়াসমিন চৌধুরী কম্বল বিতরণের পাশাপাশি মনি বেগমের গ্রামের বাড়িতে যান এবং জানুয়ারি মাসে ভূমিকম্পের কারণে মনি বেগমের ভেঙে পড়া ঘর মেরামতের জন্য তার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।