ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ১৬ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৪, জানুয়ারি ২৩, ২০১৭
মাদারীপুরে ১৬ দোকান পুড়ে ছাই মাদারীপুরে ১৬ দোকান পুড়ে গেছে

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার বাংলানিউজকে জানান, আউয়াল মাতুব্বরের হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

মাদারীপুরে ১৬ দোকান পুড়ে গেছেখবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে ২টি সারের দোকান, ২টি স্বর্ণের ও একাধিক হার্ডওয়্যারের দোকানসহ ১৬ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

এদিকে, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।