ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

চান্দিনার আশা জুট মিলে আগুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জানুয়ারি ১৮, ২০১৭
চান্দিনার আশা জুট মিলে আগুন চান্দিনার আশা জুট মিলে আগুন

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী আশা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আতাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বি সিফটের কাজ চলাকালীন সময়ে ব্রেকার গার্ড মেশিনের মোটর ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন কাটিং পাটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও জুট মিলের শ্রমিকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আশা জুট মিলের উর্ধ্বতন মহা ব্যবস্থাপক ফরহাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিকটস্থ চান্দিনা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।