ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছে রাসিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জানুয়ারি ১৭, ২০১৭
ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছে রাসিক  ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু / ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম এ হাজিরা ব্যবস্থার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নিযাম উল আযীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মহাপরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে ডিজিটাল হাজিরা প্রবর্তন।

এর মাধ্যমে রাসিক আরও একধাপ এগিয়ে গেলো। এখন থেকে কর্মচারীদের সময়মতো অফিসে আসা-যাওয়ার বিষয়টি নিশ্চিত করা যাবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাসিক’র কাউন্সিলর মুস্তাক হোসেন রতন, আনোয়ারুল আমিন আযব, নূর মোহাম্মদ মোল্লা, আব্দুস সামাদ, মো. টুটুল, রুহুল আমিন, সোহরাব হোসেন শেখ, মাহাবুব সাঈদ টুকু, হাবিবুর রহমান, মনির হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, সচিব খন্দকার মাহাবুবুর রহমান, বাজেট কাম হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসএস/এমএ/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।