ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

‘গানকবি’র বর্ষপূর্তি উৎসব উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জানুয়ারি ১৭, ২০১৭
‘গানকবি’র বর্ষপূর্তি উৎসব উদযাপন ‘গানকবি’র বর্ষপূর্তি উৎসব উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়: গানে গানে পথচলার এক বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ‘গানকবি’। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুলে সংগঠনের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

‘বাংলা গানের উৎসব’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গানের মাধ্যমে স্বাগত জানান, গানকবির সদস্যরা। এরপর ‘তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দিব না’, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন, হাছন, বিয়ের গান, বাউল, মাইজভাণ্ডারিসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন গানকবির সদস্য সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক ও আবির।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা গানকে পরম মমতায় কণ্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। বাংলা সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে যারা ভিনদেশি গান নিয়ে মেতে থাকে তাদের বিরুদ্ধে অবিনব লড়াই চালিয়ে যাচ্ছে ‘গানকবি’।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসকেবি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।