ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে এক মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জানুয়ারি ১৬, ২০১৭
শরীয়তপুরে এক মাদকসেবীর কারাদণ্ড শরীয়তপুরে এক মাদকসেবীর কারাদণ্ড

শরীয়তপুর: শরীয়তপুরে ওয়াহিদ খান (৩২) নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইমরান শাহরিয়ার এ দণ্ডাদেশ দেন।

এর আগে দুপুরে শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবা সেবনের সময় ৯ পিস ইয়াবাসহ ওয়াহিদকে আটক করা হয়।

ওয়াহিদ ওই গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাংলানিউজকে জানান, আটকের পর বিকেলে ওয়াহিদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।