ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

আপিল করবেন নূর হোসেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, জানুয়ারি ১৬, ২০১৭
আপিল করবেন নূর হোসেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন/ ছবি- জি এম মুজিবুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় রায়ের প্রতিক্রিয়ায় আপিলের ইচ্ছা পোষণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন। 

নূর হোসেনের বরাত দিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘রায় ঘোষণার পর নূর হোসেন জানিয়েছেন, তিনি হাইকোর্টে আপিল করবেন’।

আর কি কি বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে নূর হোসেনের বক্তব্য তুলে ধরে আইনজীবী বলেন, ‘ন্যায়বিচার পাইনি।

আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। হাইকোর্টে আপিল করে ন্যায়বিচার পাবো’।

এদিকে রায়ের বিষয়ে আইনজীবী খোকন সাহা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিচারক যা ন্যায় মনে করেছেন, সে রায় দিয়েছেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই’।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় এর প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।