ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জানুয়ারি ১৫, ২০১৭
আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া: টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে শফিকুল ইসলাম (৩০) নামে  এক যুবক নিখোঁজ রয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই যুবক নদীতে পড়ে যান।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

নিখোঁজ শফিকুল ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি শহরের বর্ডার বাজার এলাকায় মুরগির ব্যবসা করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বাংলানিউজকে জানান, ওই যুবক টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মোনাজাত শেষে তিনি ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন। পথে আশুগঞ্জ শহীদ আব্দুল হালিম রেলসেতু এলাকায় তিনি ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

তবে রাত পৌনে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও তার খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।