ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিদ্যুৎ বিল বাকি: কুমারখালী ও ভেড়ামারা পৌরসভাকে লিগ্যাল নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জানুয়ারি ১৫, ২০১৭
বিদ্যুৎ বিল বাকি: কুমারখালী ও ভেড়ামারা পৌরসভাকে লিগ্যাল নোটিশ কুমারখালী ও ভেড়ামারা পৌরসভাক

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী ও ভেড়ামারা পৌরসভাকে লিগ্যাল নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দীর্ঘ প্রায় এক যুগ ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। এই দুই পৌরসভার কাছে কুষ্টিয়া বিদ্যুৎ বিভাগের প্রায় চার কোটি টাকা বিল পাওনা।

 

বার বার নোটিশ দিয়েও বিদ্যুৎ বিলের এই বিপুল অর্থ আদায়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রোববার (১৫ জানুয়ারি) দুপুরে দুই পৌরসভার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমারখালী আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আমিনুর রহমান বাংলানিউজকে জানান, একটি হিসাবের বিপরীতে কুমারখালী পৌরসভার ডিসেম্বর ২০১৬ পর্যন্ত এক কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৮৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

ভেড়ামারা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম জানান, ভেড়ামারা পৌরসভার কাছে তাদের প্রায় দুই কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ ও ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে এখন একসঙ্গে অনেক টাকা বকেয়া হয়ে গেছে। যা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, কুষ্টিয়ার প্রায় সবকটি সরকারি দফতর সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করলেও এই দু’টি দফতর বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এমনকি বকেয়া পরিশোধের বিষয়ে কথা বলতে গেলে নানাভাবে চাপের মুখে পড়তে হচ্ছে।

তিনি আরো জানান, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ না নিলে এ দু’টি পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।