ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশ বেশে প্রতারণা, দু’জনকে থানায় দিলো স্থানীয়রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জানুয়ারি ১৫, ২০১৭
পুলিশ বেশে প্রতারণা, দু’জনকে থানায় দিলো স্থানীয়রা পুলিশ বেশে প্রতারণা, দু’জনকে থানায় দিলো স্থানীয়রা

আশুলিয়া (সাভার): পুলিশ বেশে প্রতারণার চেষ্টা করায় দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছে থেকে ভুয়া পরিচয়পত্র ও পুলিশের পোশাক এবং আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে চারাবাগ এলাকার একটি দোকানের সামনে থেকে তাদের আটক করে থানায় খবর দেয় এলাকাবাসী।

আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাগড়াদাঙ্গা গ্রামের কালিচন্দ্র নাথের ছেলে অটল চন্দ্র রায় এবং আশুলিয়ার বুড়িরবাজার এলাকার আবদুর ছাত্তারের ছেলে নরুনবী হোসেন।

এ প্রসঙ্গে আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা জানান, পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটকে রেখে থানায় সংবাদ দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ জিজ্ঞাবাদ করে জানতে পারে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করতো তারা।

তাদের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে, বলেন আনোয়ার মোল্লা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।