ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

শরীরে বিষ্ঠা লাগিয়ে স্বর্ণের চেইন চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জানুয়ারি ১৪, ২০১৭
শরীরে বিষ্ঠা লাগিয়ে স্বর্ণের চেইন চুরি

ঢাকা: রোগীর স্বজনের শরীরে মানব বিষ্ঠা লাগিয়ে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কাঞ্চন মালা (৪৫) নামে এক নারীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহানারা বেগম বাংলানিউজকে বলেন, আমার নাতি নোমান ইসলাম (৬) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়।

তাকে দেখতে আমি ও আমার স্বামী আবদুল কাদের হাসপাতালে আসি। ওয়ার্ডে থাকাস্থায় হঠাৎ আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। তখন পাশ থেকে এক নারী বললেন, আপা আপনার শরীরে কারা জানি পায়খানা লাগিয়ে দিয়েছে। আমার সঙ্গে চলেন পরিষ্কার করে দেই।

পরিষ্কার করার এক পর্যায়ে কৌশলে ওই নারী আমার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেয়। এসময় ওয়ার্ডের লোকজন তাকে ধরে ফেলেন। পরে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় তাকে।

তিনি আরও বলেন, পুলিশের জেরার এক পর্যায়ে মুখের ভেতরে পানের সঙ্গে জড়ানো অবস্থায় চেইনটি বের করে দেয় ওই নারী।

কাঞ্চন মালা নাসে অভিযুক্ত ওই নারী জানান, কুমিল্লার হোমনা উপজেলার উল্লাকান্দি গ্রামের জসিমের স্ত্রী তিনি। বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় থাকেন।

আপনি ঢামেকে এসেছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুরতে আসছি।

শাহবাগ থানার উপ পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ওই নারী খুবই বুদ্ধি ও কৌশল খাটিয়ে চুরি করে থাকেন। তার সঙ্গে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জাহানারা স্বামী আবদুল কাদের বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন বলেও জানান এসআই জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।