ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

মালিবাগে বাসের ধাক্কায় এক নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৫, জানুয়ারি ১২, ২০১৭
মালিবাগে বাসের ধাক্কায় এক নারী নিহত

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড়ে বাসের ধাক্কায় সাবিনা বেগম (৫০) নামে নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবিনার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম জামালপুর গ্রামে। বর্তমানে তিনি রমনা মীরবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন বলে জানান তার মেয়ে হাসিনা।    

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।