ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

বরগুনায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, জানুয়ারি ১২, ২০১৭
বরগুনায় ফেরি চলাচল বন্ধ বরগুনায় ফেরি চলাচল বন্ধ

বরগুনা: অতিরিক্ত কুয়াশার কারণে পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুরাকাটা-আমতলী ব্যবস্থাপক ওয়াসিম বাংলানিউজকে জানান, অতিরিক্ত কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে।

এজন্য দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন রয়েছে।

এরমধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।