ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

সাংবাদিক আতিয়ার রহমান জেমি আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৪, জানুয়ারি ১১, ২০১৭
সাংবাদিক আতিয়ার রহমান জেমি আর নেই আতিয়ার রহমান জেমি

ঢাকা: নিউজরুম ফটো ডটকমের নিউজরুম এডিটর আতিয়ার রহমান জেমি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেমি খ্যাতিমান ফটো সাংবাদিক আতাউর রহমানের ছেলে।

তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর দেলপাড়ায়।

জেমির বড় ভাই ফটো সাংবাদিক জীবন আমির বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে জেমি দাঁতে ব্যথায় ভুগছিলেন। মঙ্গলবারও তিনি ঢামেক হাসপাতাল থেকে চিকিৎসা নেন। বুধবার সকালে ‍আবারও দাঁতে ব্যথা শুরু হলে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়, কিন্তু দুপুরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

এজেডএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।