ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৩, জানুয়ারি ১০, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চাইনিজ রাইফেল, এসএমজি, এম-২ রাইফেল ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর একটি দল। 

সোমবার (০৯ জানুয়ারি) দিনগত রাত থেকে উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।  

এসব অস্ত্র কক্সবাজারের টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।  

তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।