ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

হকির প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জানুয়ারি ৯, ২০১৭
হকির প্রাথমিক দল ঘোষণা হকির প্রাথমিক দল ঘোষণা/ছবি: সংগৃহীত

আগামী মার্চে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

কোচ মাহবুবু হারুণের অধীনে আগামী মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে প্রাথমিক দলের অনুশীলন।

প্রাথমিক দলে এসেছে নতুন পাঁচ খেলোয়াড়।

গোলরক্ষক বিপ্লব ছাড়াও অনুর্ধ্ব-১৮ দল থেকে জায়গা পেয়েছেন মাহবুব, সবুজ, শিশির ও রাকিন।

প্রাথমিক দল: পুস্কর ক্ষিসা মিমো, মামুনুর রহমান চয়ন, হাসান যুবায়ের নিলয়, জাহিদ হোসেন, অসিম গোপ, বিপ্লব, রেজাউল করিম বাবু, রাসেল মাহমুদ, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান, তাপস বর্মন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, মাইনুল ইসলাম, আবু সাইদ নিপ্পন, ফরহাদ আহমেদ সিটুল, আরশাদ হোসেন, মিলন হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফজলে হোসেন রাব্বি, মাহাবুব, সবুজ, কৃষ্ণ কুমার দাস, কামরুজ্জামান, শিশির ও রাকিন।

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।