ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ডিসেম্বর ২২, ২০১৬
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের মামলা

স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল, নৈরাজ্য ও উস্কানি দেওয়ায় ১৫ জনের নাম উল্লেখ করে মোট ৮৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আশুলিয়া (সাভার): স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল, নৈরাজ্য ও উস্কানি দেওয়ায় ১৫ জনের নাম উল্লেখ করে মোট ৮৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকা জেলা গোয়েন্দা (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা এএফএম সায়েদ বাংলানিউজকে জানান, শ্রমিকদের উসকে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল ও নৈরাজ্য করার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মোট ৮৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।

এর আগে, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মিসহ আরও দুই ব্যবসায়ীকে আটক করে এ মামলায় আদালতে পাঠানো হয়। এ নিয়ে চারটি মামলায় ভাইস চেয়ারম্যানসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।