ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, ডিসেম্বর ২০, ২০১৬
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শোহা তালুকদার (০৩) নামে এক শিশু নিহত হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শোহা তালুকদার (০৩) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় উপজেলার জারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শোহা উপজেলার দেওরগাছ ইউনিয়নের ময়নাবাদ গ্রামের সুয়েব তালুকদারের মেয়ে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, রাতে উপজেলার গাজীপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে শোহা বাবা-মার সঙ্গে অটোরিকশায় বাড়ি ফিরছিল। তারা জারুলিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শোহা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদশে সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।