ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ডিসেম্বর ১৭, ২০১৬
বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় সাড়ে প্রায় তিন কেজি গাঁজাসহ ফজলুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সাড়ে প্রায় তিন কেজি গাঁজাসহ ফজলুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

ফজলুল হক উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের মৃত দেবরাজ চৌকিদারের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফাগুয়ার দিয়ার গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ির পেছনে সুপারির বাগানে মাদক কেনা-বেচার সময় গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।