ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

চান্দিনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, ডিসেম্বর ১৬, ২০১৬
চান্দিনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘মানবতা’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

চান্দিনা (কুমিল্লা): মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘মানবতা’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া।

ক্যাম্পেইন চলাকালীন কলেজের শিক্ষার্থীসহ অন্তত ৩শ’ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সংগঠনের সভাপতি মাহ্ফুজা আক্তার রিনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সহযোগী অধ্যাপক মো. মফিজুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মো. সোহাগ, প্রচার সম্পাদক হালিম মাঝি কৌশিক, সালাউদ্দিন, ইশতিয়াক আজাদ, মো. নাছির, বিপ্লব শেখ, সাঈদুল ইসলাম, রবীন্দ্র দেবনাথ, মো. ফাহাদ, আরিফ, নূসরাত, সাজ্জাদ, অভি, ফরহাদ, আলমগীর, সিহাব, মোশারফ, রাজীব, সোহেল, তাসলিমা, সাইফুল ইসলাম ও নাজনিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।