ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

নানা কর্মসূচিতে বগুড়ায় আ.লীগের বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, ডিসেম্বর ১৬, ২০১৬
নানা কর্মসূচিতে বগুড়ায় আ.লীগের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বগুড়া: নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

৭টা ০৫ মিনিটে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সোয়া ৭টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আ.লীগ নেতা মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সভাপতি শোভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, মাশরাফি হিরোসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।